Mobile Network Problem Solution | 4G LTE Signal Amplifier Booster Kits | Cellular Repeater System

Image
মোবাইল নেটওয়ার্ক সমস্যা? দুর্বল সিগন্যাল! আর চিন্তা নেই!  মোবাইল ৪জি সিগন্যাল বুস্টার রিপিটার এমপ্লিফায়ার ডিভাইস হলো এই সমস্যা থেকে পরিত্রাণের সহজ এবং সঠিক সমাধান। আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক সিগনাল দুর্বল? কল ড্রপ হচ্ছে? ভিডিও কল করতে পারছেন না?😭 আমাদের শক্তিশালী সিগনাল বুস্টার দিয়ে পান সম্পূর্ণ ঘরেই ৪জি নেটওয়ার্ক।📶📶  সাধারণত ঘরের ভেতর মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধানের জন্য এই ডিভাইস ব্যবহার করা হয়। গ্রামীণফোন এয়ারটেল রবি বাংলালিংক টেলিটক সকল অপারেটর নেটওয়ার্ক সিমের সহজ সমাধান।। নেটওয়ার্ক বুস্টার ব্যবহার সুবিধা: কল ড্রপের কোন চিন্তা নেই🆗 বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটর সিমে ফুল নেটওয়ার্ক পাবেন গ্যারান্টি 💯 মোবাইল ডাটা দিয়ে ফোরজি নেটওয়ার্কে দ্রুত ইন্টারনেট ব্রাউজিং 🆗 স্মুথ ভিডিও কলিং🆗, অনলাইন গেমিং,🆗 সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং 🆗  রুমের ভেতর থেকে ইমু, ফেসবুক, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল ইত্যাদি অনায়াসে স্ক্রোলিং করতে পারবেন দিন রাত ২৪ ঘন্টা👌 বৈশিষ্ট্য: সহজ ইনস্টলেশন যে কেউ অফিস কিংবা বাসায় সেটআপ করতে পারবে দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন নেই। দ...

আমার গ্রামের বাড়িতে থ্রি/ফোরজি নেটওয়ার্ক ছাদে গেলে পায় কিন্তু ঘরের ভেতরে পায় না। কী করলে ঘরে বসেই নেটওয়ার্ক/সিগন্যাল ভালো পাওয়া যাবে ?

জরুরি একটি ফোন কল করা প্রয়োজন। কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এরকম সমস্যা প্রায়ই হয়ে থাকে। আবার কোনও কোনও সময় নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে ভালোভাবে কথাও বলা যায় না।
মোবাইল ফোন এমন একটি ডিভাইস যা আমাদের যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। এই যন্ত্রটির মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সম্পর্কযুক্ত। কিন্তু কিছু কিছু সময় নেটওয়ার্কের কারণে ডিভাইসটি তার নির্ধারিত কাজ সঠিকভাবে করতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু কাজ করতে হবে।

আসুন দেখে নেওয়া যাক...!
পাওয়ারফুল নেটওয়ার্ক পেতে কী করতে হবে...!
১. আপনি যদি প্রথমবারের মতো এই সমস্যায় পড়ে যান তাহলে বুঝতে হবে সমস্যাটি হয়তো গুরুতর নয়। বিশেষ জটিল কোনও সমস্যার কারণে এমনটি হচ্ছে না। তাই শুধু ফোনটি বন্ধ করে আবার চালু করলেই এই সমস্যার সমাধান মিলতে পারে। কেননা ফোন বন্ধ করে আবার চালু করলে সেটা নেটওয়ার্ক কানেকশনের জন্য অন্য টাওয়ার খুঁজতে থাকে। তারপর যে টাওয়ারে পাওয়ারফুল সিগন্যাল পায় সেটাতেই ডিভাইসটি সংযুক্ত হয়। এয়ারপ্লেন মোডও অনেকটা এই কাজ করতে পারে।
২. আপনি ফোনটি কিভাবে ধরে কথা বলছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাতে যদি অ্যান্টেনা ঢেকে যায় তাহলে নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে। তখন আপনি কথা ভালোভাবে শুনতে পাবেন না কিংবা আপনার কথা অন্যজন ভালোভাবে শুনতে পাবে না। এজন্য নেটওয়ার্ক সমস্যা হলে ফোনটিকে আরেকভাবে ধরার চেষ্টা করুন। দেওয়াল কিংবা বাসার ছাদ নেটওয়ার্ক দুর্বল করে দিতে পারে। সেজন্য ঘরের ভেতরে থাকলে বাইরে যেতে হবে। ঘরের বাইরে না গিয়ে জানালা খুলে দিলেও এই সমস্যার সমাধান হয়ে থাকে।
৩. মাঝে মাঝে কিছুটা হাঁটলে নেটওয়ার্ক সমস্যা দূর হয়ে যায়। অনেক সময় অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নেটওয়ার্ক সিগন্যালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য হাঁটলে সেই প্রতিবন্ধকতা দূর হয়ে যায়।
৪. আপনি যদি কখনও নেটওয়ার্ক টাওয়ার থেকে অনেক দূরে রয়েছেন তবে সিগন্যাল দুর্বল হবে এটাই স্বাভাবিক। এমনকি নেটওয়ার্ক সিগন্যাল না-ও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একেবারেই ফাঁকা জায়গায় থাকেন তাহলে লোকালয়ের দিকে যাওয়ার চেষ্টা করুন। এছাড়া উঁচু জায়গায় দাঁড়ালে সিগন্যাল পাওয়ার সম্ভাবনা থাকে।
৫. নেটওয়ার্কের পাশে থাকার পরও আপনি যদি প্রায়ই দুর্বল সিগন্যাল পান তাহলে বুঝতে হবে সেটা আপনার ফোনের সমস্যা। হয়তো এর অ্যান্টেনা দুর্বল কিংবা অন্যকোনও সমস্যা আছে। এক্ষেত্রে ফোন সেট পরিবর্তন করা হলো সবচেয়ে ভালো সমাধান।
অনেক ভাবে চেষ্টা করার পরেও যদি ঘরের ভেতর ভালো নেটওয়ার্ক সিগন্যাল না পান তাহলে তার একমাত্র সমাধান হচ্ছে নেটওয়ার্ক সিগন্যাল বুস্টার ডিভাইসটি কিনে ব্যবহার করা। যার মাধ্যমে আপনি ঘরের ভেতর থেকে 3G 4G LTE নেটওয়ার্কের রিয়েল স্পীড পাবেন। মোবাইল কথা বলার সময় কখনো কল ড্রপিং হবে না।📡

মোবাইল নেটওয়ার্ক বুস্টার এর কাজ কিঃ
খুব সাধারন ভাবে বলতে গেলে মোবাইল নেটওয়ার্ক বুস্টার এর কাজ হলো যে সকল জায়গায় নেটওয়ার্ক এর সমস্যা রয়েছে সেখানের নেটওয়ার্ক সিগন্যাল এর বুস্ট করে শক্তিশালী করে গড়ে তোলা। আরো সহজভাবে বলতে গেলে মোবাইল নেটওয়ার্ক এর সমস্যার সমাধান করাই হলো এই ডিভাইসের প্রধান কাজ।

এটা কি শুধুই একটা ডিভাইস নাকি প্যাকেজ ??
না, এটা শুধু একটা ডিভাইস না। এটা একটা কমপ্লিট প্যাকেজ। যার মাঝে রয়েছেঃ
একটি নেটওয়ার্ক বুস্টার রিপিটার ডিভাইস
রুমের ভেতর নেটওয়ার্ক ছড়িয়ে দেবার জন্য একটি গোলাকার ইনডোর এন্টেনা সাথে রয়েছে ১০ মিটার ক্যাবল এবং কানেকশন দেবার জন্য কানেকটর।
ছাদে লাগানোর জন্য একটি আউটডোর এন্টেনা সেই এন্টেনার সাথে রয়েছে ২০ মিটার ক্যাবল এবং কানেকশন দেবার জন্য কানেকটর ও কিছু একসাসারিজ।



আমার সব ঠিক আছে কিন্তু ঘরের ভেতর গেলে কারো সাথে মোবাইলে কথা বলতে বা শুনতে পারছি না অথবা ২জি/৩জি/৪জি সিগন্যাল কম পাচ্ছি, নেট চালানোর জন্য সঠিক পর্যাপ্ত স্পীড পাচ্ছি না এটার কি সমাধান আছে ??
জি, আপনি এই ডিভাইস দ্বারা খুব সহজেই আপনার ঘরের ভেতর থেকে মোবাইলে কথা বলা বা শুনতে পারবেন কোন প্রকার কলড্রপ ছাড়া এবং ২জি/৩জি/৪জি সিগন্যাল বৃদ্ধি ও শক্তিশালী করতে পারবেন। বুস্টারের উপর তিন প্রকারের নেটওয়ার্ক সিগন্যাল দেখা যাবে। একটা জি এস এম এবং আরেকটা দেখা যাবে ৩জির জন্য। এই সিগন্যাল দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন জি এস এম বা ৩জির কততুটু সিগন্যাল এই ডিভাইস বুস্ট করতে পারছে।

আচ্ছা এই প্রোডাক্ট এর রেঞ্জ কেমন ??
আপনি যদি দেয়াল দ্বারা আবদ্ধ ঘরে বা অফিসে ব্যবহার করেন তবে ১৫০০ থেকে ৩৮০০ স্কয়ার ফুট কভার করবে। আর যদি ওপেন স্পেসে ব্যবহার করেন যেমন অফিস বা ফ্যাক্টরির ক্ষেত্রে তবে ২৫০০ থেকে ৪৮০০ স্কয়ার ফিট কাভারেজ পাবেন। মানে উপরে উল্লেখিত যায়গায় আপনি মোবাইল নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করে আরামসে কথা বলতে পারবেন।

প্রোডাক্ট পাবো কিভাবে ??

আমার জানা মতে..!! @ঢাকার মধ্যে গুলশানে অবস্থিত একটি কোরিয়ান প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি আপনার নেটওয়ার্কের যেকোনো সমস্যা সমাধানের উপায় ও করণীয় বিষয়ের উপর পরামর্শ পাবেন তাও সম্পূর্ণ বিনামূল্যে।
এছাড়া তারা বাংলাদেশ টেলিকমিউনিকেশন সাপোর্টেড সেলুলার নেটওয়ার্কের সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এমপ্লিফায়ার ডিভাইস সাস্রয়ী মূল্যে বিক্রি করে থাকে।
আপনি যদি অর্ডার কনফার্ম করেন তবে আমাদেরকে বুস্টারের প্যাকেজের মোট মূল্যের ৫০ ভাগ টাকা অগ্রিম অফিসিয়াল বিকাশ রকেট বা ডাচ বাংলা ব্যাংক এর অ্যাকাউন্টে পাঠাতে হবে।
রকেট : 017722770886
বিকাশ: 01772277088
বিকাশ: 01715327833
রকেট : 017153278335

আপনার অবস্থান যদি ঢাকার ভেতরে থাকেন তবে আমাদের লোক একেবারে আপনার বাড়ি বা অফিসে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসতে পারবে।
আর যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তবে আমরা শুধুমাত্র এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই।

ইন্সটল কি আমরাই করতে পারবো ?
জি এটা খুব সহজেই ইন্সটল করা যাবে। তাছাড়া যদি কারো হেল্প লাগে তবে আমাদের লোক গিয়ে ইন্সটল করে দিয়ে আসবে বাংলাদেশের যেকোনো জায়গায় তবে সেক্ষেত্রে ইন্সটলেশন চার্জ প্রদান করতে হবে।

বাংলাদেশের যে কোনো দূর্বল মোবাইল নেটওয়ার্ক টেলিটক রবি বাংলালিংক গ্রামীনফোন ইত্যাদি সিগন্যালকে বৃদ্ধি ও শক্তিশালী করতে ব্যবহার করুনঃ নেটওয়ার্ক সিগন্যাল রিপিটার।
 ইন্টারনেট শপিং


Tri-Band Signal Repeater Set (900 2100 1800)





It's makes the signal stronger in places with poor signal coverage Such as:

1) Underground areas: basements, parking lots, tunnels;

2) Other places where cellular signal is shielded by metal or concrete walls: offices, supermarkets, cinemas, hotels;

3) Places distant from the BTS like private houses.



Feature


[1] Coverage: 4500 square meters without barriers

[2] Improve Gsm 900, 3G 2100 and Lte 1800 at the same time

[3] Support more than 50 cell phones to use at the same time

[4] Support different operators which has GSM 900, 3G 2100 or LTE 1800 frequency band

[5] Easy to install. This repeater set includes everything you need.

[6] LED signal light indicates the signal status.

[7] One Year Warranty; CE and ROHS certificates





Technique Parameter of Repeater


Model No- 2020-GD-W04

Network for- 900/1800/2100MHz (2G 3G 4G LTE)

Frequency Range- Uplink 890-915MHz / 1710-1785MHz / 1920-1980MHz, Downlink :935-960MHz / 1805-1880MHz / 2110-2170MHz

Gain- Uplink 60±3dBi Downlink 65±3dBi

Export: Power- 20dBm±3dBm

Power Supply- Input AC100V-240V 50/60Hz 1.5A, Output 12V 4.0A

Size-196*182*22mm

Weight- 1.3kg

Coverage Area- 3500sqm

Pass Band Ripple- ≤3dBi

I/O Impedance- 50Ω

Connector Type- N female connector

Noise Figure- ≤4dBi

Transmission Delay - ≤0.5μs

Temperature- -10ºC~60ºC

Power supply- LED denote

Export power- LED denote


Specification of outdoor cell phone log-periodic antenna


Frequency range (MHz) 806-960/1710-2500MHz or 698-2700MHz
Polarization Vertical or Horizontal
Gain(dBi) 10/11 dBi
Mechanical tilt(º) ±10
Half-power beam width(º) Hor: 75º/55º Ver: 55º/50º
Front-to-back ratio(dB) >16
Impedance(Ω) 50
VSWR ≤2/≤1.5
Maximum input power(W) 50
Lightning protection DC Ground
Connector N-Female/SMA/Customized
Height × width × depth(mm) 400×215 ×65
Antenna weight(kg) 1
Rated wind velocity(m/s) 60
Reflector material Aluminum
Ra dome material ABS
Ra dome color White
Operating temperature(℃) -40~50
Mounting hardware(mm) φ35~φ50



 
Specification of  indoor ceiling antenna
Place of Origin: Korea
Brand Name: ATOM
Model Number: AT.CEL.16095
Name: indoor ceiling antenna
Frequency Range: 698-960/1710-2700MHz
Gain: 3/5DBI
VSWR: 1.5
Polarization: Vertical
Connector: SMA or N female
Impedance: 50 Ohm
Cable: RG58
Weight: 30g
Size:160*90MM

Principle of amplifier operation!》》

The outdoor antenna installed on the roof receives mobile signal & transmits it to the amplifier host through coaxial jumpers. The host amplifies the mobile signal and transmits it to the indoor space through the indoor antenna.





Please pay attention》》

1. Please confirm your cell phone frequency first before you place the order, if you don’t know how to check, you can call your mobile phone operator. Frequency doesn’t match, the signal booster can’t works.

2. Please make sure you can get at least 2 bars 2G/3G/4G signal of outdoor before you buy, otherwise this product can’t help you. It needs outdoor good signal to improve your indoor signal.

3. The last but not the least, please install follow our installation steps. If really can’t works, please contact us attached pictures or video, so that we can help you check.




Easy Setup》》

[ 1 ] Mount the External Antenna where you have the strongest cell phone signal, typically on a roof or in an attic.

[ 2 ] Connect the internal antenna to the Amplifier Base Unit and place where you need improved signal. Indoor antenna should connect "MS" end of Amplifier. There should be a minimum of 2 meters of separation between the Base Unit and External Antenna.

[ 3 ] Run the coax cable (20 meters) between the Base Unit and External Antenna. External antenna should connect with "BS" end of repeater.

[ 4 ] Connect the power supply to the Amplifier Base Unit and plug into a power outlet and you are done!




Full Packing List》》

 TRI-BAND Repeater 900/1800/2100MHz

 HIGH GAIN YAGI outdoor antenna

 All Frequency Panel indoor antenna

 Power adapter (Ac Dc)

 20m cables for outdoor antenna with connectors

 10m cables for Indoor antenna with connectors

 User manual

 Accessories

 3 Years Warranty

Comments

Popular posts from this blog

Best mobile network signal booster price in bangladesh 3g 4g signal repeater for Home- বুস্টারের দাম

মোবাইল নেটওয়ার্ক বুস্টার এর দোকান কোথায় | নেটওয়ার্ক বুস্টার দাম

Cellular Repeater | Network Booster | Cellphone Signal Amplifier | 2g 3g 4g