Mobile Network Problem Solution | 4G LTE Signal Amplifier Booster Kits | Cellular Repeater System

Image
মোবাইল নেটওয়ার্ক সমস্যা? দুর্বল সিগন্যাল! আর চিন্তা নেই!  মোবাইল ৪জি সিগন্যাল বুস্টার রিপিটার এমপ্লিফায়ার ডিভাইস হলো এই সমস্যা থেকে পরিত্রাণের সহজ এবং সঠিক সমাধান। আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক সিগনাল দুর্বল? কল ড্রপ হচ্ছে? ভিডিও কল করতে পারছেন না?😭 আমাদের শক্তিশালী সিগনাল বুস্টার দিয়ে পান সম্পূর্ণ ঘরেই ৪জি নেটওয়ার্ক।📶📶  সাধারণত ঘরের ভেতর মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধানের জন্য এই ডিভাইস ব্যবহার করা হয়। গ্রামীণফোন এয়ারটেল রবি বাংলালিংক টেলিটক সকল অপারেটর নেটওয়ার্ক সিমের সহজ সমাধান।। নেটওয়ার্ক বুস্টার ব্যবহার সুবিধা: কল ড্রপের কোন চিন্তা নেই🆗 বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটর সিমে ফুল নেটওয়ার্ক পাবেন গ্যারান্টি 💯 মোবাইল ডাটা দিয়ে ফোরজি নেটওয়ার্কে দ্রুত ইন্টারনেট ব্রাউজিং 🆗 স্মুথ ভিডিও কলিং🆗, অনলাইন গেমিং,🆗 সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং 🆗  রুমের ভেতর থেকে ইমু, ফেসবুক, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল ইত্যাদি অনায়াসে স্ক্রোলিং করতে পারবেন দিন রাত ২৪ ঘন্টা👌 বৈশিষ্ট্য: সহজ ইনস্টলেশন যে কেউ অফিস কিংবা বাসায় সেটআপ করতে পারবে দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন নেই। দ...

Mobile Network Signal Booster For Bangladeshi Expatriates

প্রবাসী বাংলাদেশিদের ফ্যামিলি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অত্যাবশ্যকীয় মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল বুস্টার প্যাকেজঃ


আমরা যারা প্রবাসী আছি তারা সর্বদাই চাই বিভিন্ন মোবাইল অ্যাপস ইন্টারনেটের মাধ্যমে মোবাইল অ্যাপস দিয়ে বাংলাদেশে নিজের ফ্যামিলির বা আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদের সাথে আনলিমিটেড অডিও ভিডিও কলে কথা বলতে প্রবাসে ইন্টারনেট ওয়াইফাই সিস্টেম টা সহজলভ্য হলেও বাংলাদেশে এখনো এমন শহর/গ্রাম অনেক এলাকা আছে যেখানে ওয়াইফাই নেই বা মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না ঠিকমতো। 


বাংলাদেশে ওয়াই-ফাই নেই বা নেটওয়ার্কের দুর্বলতা/স্বল্পতা বিধায় ঘরের ভেতরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মোবাইল অ্যাপস দিয়ে অডিও-ভিডিও কলে যোগাযোগ করা সম্ভব হয়না,কল কেটে যাচ্ছে, ড্রপ হচ্ছে, আপনি কি বলছেন অপরপ্রান্ত থেকে শোনা যাচ্ছে না ! কিংবা অপরপ্রান্ত থেকে কি বলছে আপনি ঠিকমত ক্লিয়ার শুনতে পারছেন না-!! বাধ্যতামূলক অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় ডলার কার্ড কেনার জন্য বাংলাদেশে মোবাইল নাম্বারে কথা বলার জন্য।

মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান নিতে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারঃ+8801772277088 যোগাযোগ করুন।


আজকে আমি এমন একটা গ্যাজেট/ডিভাইস এর সাথে পরিচয় করিয়ে দিবো যেটা ব্যবহার করলে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেনো ঘরের ভিতরে ফুল ৩জি ৪জি মোবাইল নেটওয়ার্ক পাবেন এর নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বুস্টার সিগন্যাল এমপ্লিফায়ার। ঘরের ভেতর ৩জি ৪জি শক্তিশালী নেটওয়ার্ক সিগন্যালের জন্য ব্যবহার করা হয় এই উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক বুস্টার ডিভাইসটি। আমাদের এই প্যাকেজটি আপনি ব্যবহার করলে আপনি আপনার ঘরের ভেতর থেকে মোবাইলে নেটওয়ার্ক ও ইন্টারনেটের নেটওয়ার্ক দুটোই একসাথে ইউজ করতে পারবেন। সাধারনত ঘর অফিসের ভেতর শক্তিশালী মোবাইল নেটওয়ার্কের জন্য কিংবা বাংলাদেশের যে কোনো দূর্বল নেটওয়ার্ক টেলিটক রবি এয়ারটেল বাংলালিংক গ্রামীনফোন ইত্যাদি সিগন্যালকে বৃদ্ধি ও শক্তিশালী করতে ব্যবহার করা হয় নেটওয়ার্ক বুস্টার বা মোবাইল সিগন্যাল এমপ্লিফায়ার রিপিটার ডিভাইস। যা কিনা প্যাকেজ আকারে আমাদের কাছে পাওয়া যাচ্ছে। আপনি চাইলে নিজেই এটি ইন্সটল করে নিতে পারেন অনেক সহজেই, সেই জন্য যাবতীয় গাইডলাইন ইউজার বইয়ে দেওয়া আছে। বুস্টারের উপর এলসিডি ডিসপ্লে আছে যেখান থেকে নেটওয়ার্ক সিগন্যাল দেখা যাবে। এই সিগন্যাল দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কততুটু সিগন্যাল এই ডিভাইস বুস্ট করতে পারছে। নির্দিষ্ট কভারেজ এরিয়ার মধ্যে যতটা মোবাইল ফোন থাকবে যেইকোনো অপারেটরের সিম থাকুক না কেন সকল সিমে একসাথে ফুল নেটওয়ার্ক থাকবে। 


গ্রামবাসী শহরবাসী এবং বিশেষ করে প্রবাসীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি স্মার্ট নেটওয়ার্কিং গ্যাজেট

যে সকল প্রবাসী ভাইরা নেটওয়ার্কের সমস্যা ভুগছেন, বাংলাদেশের যদি আপনার ফ্যামিলির এই ধরনের নেটওয়ার্কের সমস্যা থেকে থাকে, তাহলে এই প্যাকেজ /ডিভাইসটি ইউজ করে সমাধান পাবেন আশা করছি। আমি নিজে ভুক্তভোগী ছিলাম ভালো একটা সার্ভিস পারছি এইজন্যই মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, কাস্টমার কেয়ার হোয়াটস অ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। (WhatsApp /IMO Number +8801772277088)



[দৃষ্টি আকর্ষণঃ] 
মার্কেটে তো অনেক ইলেকট্রনিক্স দোকান আছে তাহলে একজন কাস্টমার কেনো আমাদের কাছ থেকেই মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল বুস্টার/প্রডাক্ট ক্রয় করবে/সার্ভিস নিবেঃ আমাদের নেটওয়ার্ক বুস্টার বিটিআরসি BTRC থেকে পারমিশন নেওয়া প্রোডাক্ট, কোন ধরনের অবৈধ প্রোডাক্ট নয়। প্রডাক্টের ওয়ারেন্টি তিন বছর এবং ৯০দিনের মানিব্যাক গ্যারান্টি। মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কিত যেকোন তথ্য জানতে পোস্টে মন্তব্য না করে আমাদের কাস্টমার কেয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কথা বলে বুস্টার/রিপিটার প্যাকেজের ভালো মন্দ বিস্তারিত জেনে আপনার সমস্যার সমাধান করতে পারবেনঃ (Order Now +8801772277088)


প্রবাসীদের জন্য মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল বুস্টার বাংলাদেশ

Comments

Popular posts from this blog

Best mobile network signal booster price in bangladesh 3g 4g signal repeater for Home- বুস্টারের দাম

মোবাইল নেটওয়ার্ক বুস্টার এর দোকান কোথায় | নেটওয়ার্ক বুস্টার দাম

Cellular Repeater | Network Booster | Cellphone Signal Amplifier | 2g 3g 4g